পেমেন্ট সিস্টেম বা অর্থ পরিশোধ প্রক্রিয়া হচ্ছে একটি ব্যবস্থা, যার মাধ্যমে কোন ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোন নির্দিষ্ট হিসাবে তহবিল স্থানান্তর ও অর্থ পরিশোধ করতে পারে। পেমেন্ট সিস্টেম এর বিভিন্ন মাধ্যমসমূহের মধ্যে রয়েছে কার্ড, চেক এবং ইলেকট্রনিক তহবিল স্থানান্তর সুবিধা।
BEFTN:
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন (BEFTN) হচ্ছে নিজ ব্যাংক হিসাব থেকে অন্যান্য ব্যাংকের গ্রাহক হিসাবে ইলেকট্রনিক উপায়ে তহবিল স্থানান্তরের প্রক্রিয়া। EFTN এর বৈশিষ্টসমূহ নিম্নরুপ:
RTGS:
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা RTGS হচ্ছে তাৎক্ষণিক (সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে) নিজ ব্যাংক হিসাব থেকে অন্যান্য ব্যাংকের গ্রাহক হিসাবে তহবিল স্থানান্তরের প্রক্রিয়া। RTGS এর বৈশিষ্টসমূহ নিম্নরুপ:
NPSB:
ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ বা NPSB হচ্ছে একটি আন্ত:ব্যাংক ইন্টারনেট ভিত্তিক লেনদেন ব্যবস্থা যা ব্যাংকিং লেনদেন আরো সহজ করেছে। NPSB এর বৈশিষ্টসমূহ নিম্নরুপ:
BACH:
বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাওস বা BACH এর মাধ্যমে আন্ত:ব্যাংক চেক ক্লিয়ারিং কার্যক্রম পরিচালিত হয়। BACH এর বৈশিষ্টসমূহ নিম্নরুপ: