ব্যাংক হিসাব হচ্ছে গ্রাহকের নামে ব্যাংকে পরিচালিত একটি আর্থিক হিসাব যার মাধ্যমে গ্রাহক অর্থ জমা ও উত্তোলনসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহন করতে পারে। ব্যাংকের হিসাব খুলার সুনির্দিষ্ট ফরম ব্যবহার করে গ্রাহকের তথ্য, স্বাক্ষর, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রাহক তার নিজ নামে হিসাব চালু করতে পারবেন।
সঞ্চয়ী হিসাব: ব্যক্তিগত পর্যায়ে প্রয়োজন মাফিক অর্থ সঞ্চয় ও দৈনন্দিন লেনদেন কার্য সম্পাদনের উদ্দেশ্যে যে ব্যাংক হিসাব খোলা হয় তা সঞ্চয়ী হিসাব নামে পরিচিত। সঞ্চয়ী হিসাব গ্রাহকদের ডিপোজিট/জমাকৃত অর্থের নিরাপত্তা দানের পাশাপশি স্বল্পমেয়াদী অর্থসংস্থানের নির্ভরযোগ্য উপায় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সঞ্চয়ী হিসাবের একটি উল্লেখযোগ্য দিক হল এটি পরিমিত আকারে মুনাফা প্রদান করে থাকে। UCB গ্রাহক শ্রেণীর উপর ভিত্তি করে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা সংবলিত বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট প্রোডাক্ট অফার করে থাকে, যেমনঃ Savings Account, Dynamic Benefits Savings Account, Savings Deposit Non-Interest ইত্যাদি।
চলতি হিসাব: ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে সাধারণত চেক বা ডেবিট কার্ডের মাধ্যমে অধিক সংখ্যায় (ঘন ঘন) অর্থ জমা এবং উত্তোলনের জন্য কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহক শ্রেণীর নিকট সর্বাধিক পরিচিত ও জনপ্রিয়। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এর তুলনায় স্বল্প মাত্রায় সুদ/মুনাফা প্রদান করে থাকে । UCB গ্রাহক শ্রেণীর উপর ভিত্তি করে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা সংবলিত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাকাউন্ট প্রোডাক্ট অফার করে থাকে, যেমনঃ রিটেইল Current Deposit,এসএমই Current Deposit ইত্যাদি।
মেয়াদী আমানত: মেয়াদী আমানত, যা ফিক্সড ডিপোজিট নামেও পরিচিত, এটি অর্থ বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম । এর প্রধান বৈশিষ্ট্য হল, নির্দিষ্ট পরিমান টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয় এবং মেয়াদপূর্তিতে আসল টাকা সমেত পূর্বনির্ধারিত হারে লাভ/মুনাফাসহ সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করা হয়। UCB গ্রাহকদের যেসকল মেয়াদী আমানত প্রোডাক্ট অফার করে সেগুলো হল, যেমনঃ রিটেইল ফিক্সড ডিপোজিট, এসএমই ফিক্সড ডিপোজিট সহ আরও অনেক।
ডিপিএসঃডিপিএস এর পূর্ণ অর্থ হল ডিপোজিট পেনশন স্কিম বা মাসিক সঞ্চয় স্কিম। মূলত এই ধরনের সঞ্চয় স্কিমগুলো মাসিক ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান অর্থ আপনার ডিপিএস আ্যকাউন্টে জমা করতে পারবেন এবং একই সাথে সেই সঞ্চয়ের উপর মাসিক ভিত্তিতে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা অর্জন করতে পারবেন এবং সবশেষে মেয়াদপূর্তীতে ব্যাংক সঞ্চিত অর্থ মুনাফাসহ গ্রাহককে ফেরত প্রদান করবে। UCB গ্রাহক শ্রেণীর উপর ভিত্তি করে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সুবিধা সংবলিত বিভিন্ন ধরনের ডিপিএস প্রোডাক্ট অফার করে থাকে, যেমনঃ UCB Earning Plus FD, UCB Money Maximizer, Retail Fixed Deposit (Exclusive), Retail Fixed Deposit General, Retail Fixed Deposit Special ইত্যাদি।
ব্যাংক হিসাব খুলতে প্রয়োজন:
১. গ্রাহকের নিজের 2 কপি ছবিউল্লিখিত কাগজপত্র জমাদানের মাধ্যমে গ্রাহক তার নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন। UCB এর যেকোন শাখা ও উপ-শাখায় থেকে হিসাব খোলার সুবিধা রয়েছে ।
কেওয়াইসি হল একটি গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়া । কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক সম্পর্কে জানা এবং গ্রাহকের বিস্তারিত পরিচিতি সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ার অংশ হিসাবে একজন গ্রাহকের নাম, ঠিকানা, পেশাসহ পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।
ই-কেওয়াইসি হলো ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে বায়োমেট্রিক (হাতের আঙুলের ছাপ)/আইরিস (চোখের মাধ্যমে)/ফেস ম্যাচিং পদ্ধতিতে গ্রাহক সম্পর্কে তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি । বর্তমানে ই-কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করে ব্যাংকে না গিয়েও খুব সহজে ও স্বল্প সময়ে ব্যাংক হিসাব খোলা যায়। ই-কেওয়াইসি পদ্ধতিতে গ্রাহকের তথ্য সংগ্রহ করতে ইলেকট্রনিক মাধ্যম ব্যাবহার করা হয় যা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভান্ডারে সংরক্ষিত হয়।
শুরু থেকেই প্রথম প্রজন্মের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রচলিত সকল প্রকার ব্যাংকিং সেবার পাশাপাশি সর্বোত্তম ও বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল পরিষেবা প্রদান করে আসছে । তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি নীতিমালা অনুসারে ইউসিবি ব্যাংকিং সেবায় ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং সিস্টেম Uclick চালু রয়েছে।