সৃষ্টির শুরু থেকেই জাতি গঠনে নারী-পুরুষের হাতে হাত রেখে কাজ করে চলেছে। অর্থনীতিকে সুগঠিত করা থেকে শুরু করে সমাজ জীবনের সকল ক্ষেত্রে নারীর এই অবদান অনস্বীকার্য । নারীদের আর্থিক বা ব্যাংকিং বিষয়ে বিশেষ সুবিধা (যেমনঃ সেভিংস বা লোন হিসাব) প্রদান করার মাধ্যমে তাদের আর্থিক উন্নয়ন সাধন করাই নারী অ্যাকাউন্ট চালু করার মূল লক্ষ্য। নারীদের দৃপ্ত পথ চলার প্রত্যয়ী সহচর হিসেবে ইউসিবি সদা প্রস্তুত।
সহজ ও উপযুক্ত ব্যাংকিং সেবা, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণকে আরো গতিশীল করবে। ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সকল নারী নাগরিকের জন্য রয়েছে সহজ ও বিশেষ ব্যাংকিং সুবিধা।
নারীদের জন্য রয়েছে সাধারন ব্যক্তিক হিসাব, যার মাধ্যমে প্রয়োজন মাফিক অর্থসঞ্চয় ও দৈনন্দিন লেনদেন কার্য সম্পাদন করা যাবে। এছাড়াও, নারী কৃষক এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা মাত্র ১০ টাকা জমা দিয়ে কোন ট্রেড লাইসেন্স ছাড়া নারী উদ্যোক্তা হিসাব খুলতে পারেন।
এই হিসাবে রয়েছে:
হিসাব খুলতে গ্রাহকের প্রয়োজন:
নারী উদ্যোক্তা ঋণ: নারীদের জন্য বিশেষ ব্যক্তিক ব্যাংক হিসাব ছাড়াও রয়েছে সহজ উদ্যোক্তা ঋণ সুবিধা।
যাদের জন্য এই ঋণ: নারী উদ্যোক্তা (এসএমই), নারী কৃষকগণ ইএমআই (কিস্তি) ভিত্তিক মেয়াদি ঋণ গ্রহন করতে পারবেন।
ঋণের পরিমাণ: সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত, ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ প্রাপ্তির সুযোগ।
পরিশোধের মেয়াদ: ১২ থেকে ৬০ মাস।
ঋণ প্রাপ্তির যোগ্যতা: ব্যাবসায় পরিচালনার সময়কাল সর্বনিম্ন ০১ বছর।
নগদ প্রণোদনা: ১% মেয়াদান্তে নিয়মানুসারে সম্পূর্ণ ঋণ সমন্বয় সাপেক্ষে।
নারী উদ্যোক্তাদের ঝামেলামুক্ত এবং ওয়ান স্টপ ব্যাঙ্কিং সেবা নিশ্চিত করতে ইউসিবি তার প্রতিটি শাখায় নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ডেস্ক প্রতিষ্ঠা করেছে। এই ডেস্ক থেকে নারী উদ্যোক্তারা সহজেই ব্যাঙ্কিং বিষয়ক পর্যাপ্ত তথ্য প্রাপ্তি, হিসাব খোলা এবং ঋণের জন্য আবেদন করতে পারেন।
নারীদের দৃপ্ত পথ চলার প্রত্যয়ী সহচর হিসেবে ইউসিবি সদা প্রস্তুত। তারই ধারাবাহিকতায় ইউসিবিতে রয়েছে নারীদের জন্য বিশেষ সেবা AYMA Deposit, UCB Ayma DPS, Ayma Lending, AYMA Entrepreneur (All Deposit Products), AYMA Jyoti, Ayma Cards & Ayma Services.