দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে ও বৈদেশিক মুদ্রা আহরণে ফ্রিল্যান্সারদের ভূমিকা অপরিসীম। ফ্রিল্যান্সারদের জন্য পরিপূর্ণ ব্যাংকিং সেবা প্রদান করতে রয়েছে এক্সপোর্টারস্ রিটেনসন কোটা (ERQ) অ্যাকাউন্ট যার মাধ্যমে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের রপ্তনী আয়ের ৭০ শতাংশ ফরেন কারেন্সিতে রাখতে পারে এবং Bonafide Business -এর প্রয়োজনে দেশের বাইরেও খরচ করতে পারবে।
দুই ধরনের ফ্রিল্যান্সার আছেন –
ক) যার ERQ অ্যাকাউন্ট প্রয়োজন নেই:
যারা শুধু ফ্রিল্যাসিং করে উপার্জিত অর্থ দেশে আনতে চান ও দেশেই খরচ করেন, ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হয় না। এক্ষেত্রে একটি সেভিংস্ অ্যাকাউন্ট খুললেই হবে।
খ) যার ERQ অ্যাকাউন্ট প্রয়োজন:
এক্ষেত্রে দুইটি অ্যাকাউন্ট খুলতে হবে-
১. যেকোনো সেভিংস্ অ্যাকাউন্ট
২. ERQ অ্যাকাউন্ট
ফ্রিল্যান্সারদের সহজ ও সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে UCB চালু করেছে SWADHIN একাউন্ট। UCB এর যেকোন শাখা ও উপ-শাখা থেকে এই হিসাব খোলা যাবে।