কৃষকদের স্বল্প খরচে আর্থিক পরিষেবা প্রদান করা, বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে কৃষকদের অংশগ্রহণ এবং অধিক পরিমানে কৃষকদের ব্যাংকিংয়ের আওতায় আনা এই হিসাবের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
যাদের জন্য এই ব্যাংক হিসাব:
প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, এক মালিকানা ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স ছাড়া এই হিসাব খুলতে পারবেন।
এই হিসাবে রয়েছে:
প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও এক মালিকানা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ ব্যাংকিং সেবা প্রদান করতে UCB তে রয়েছে ”স্বাবলম্বী সহজ অ্যাকাউন্ট” যা ক্ষুদ্র/ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের জন্য একটি বিশেষ সুবিধা সংবলিত চলতি হিসাব (Current Account)। UCB এর যেকোন শাখা ও উপ-শাখা থেকে এই হিসাব খোলা যাবে।