প্রবাসী বাংলাদেশীরা তাদের প্রিয়জনদের জন্য কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা/রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের সহায়তায়
দেশে প্রেরনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা/রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনও অবৈধ পথে) প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বৈধ রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ চালু করেছে যা রেমিট্যান্সসেবা গ্রহণকারীদের আর্থিকভাবে উপকার সাধন করে থাকে। প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই বিশ্বের যেকোন স্থান থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের টাকা পাঠাতে পারেন।
রেমিট্যান্স সুবিধাভোগী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে পিন নম্বর দিয়ে সহজেই টাকা তুলতে পারবেন।
প্রতিটি প্রবাসী বাংলাদেশী নাগরিকের উচিত কষ্টার্জিত টাকা নিরাপদে রাখার জন্য ব্যাংকে একটি সেভিংস্ অ্যাকাউন্ট খোলা।
এ ধরনের হিসাবে যে সকল সুবিধা পাওয়া যাবে:
১. ভিসা/মাস্টার ডেবিট কার্ড সুবিধা,
২. ২০ পাতার চেক বই (গ্রাহকের অনুরোধে),
৩. এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ই-স্টেটমেন্ট সুবিধা ও ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা,
৪. এছাড়া রয়েছে শাখা/এটিএম/সিআরএম/POS/Unet ব্যবহার করে লেনদেনের সুবিধা।
হিসাব খুলতে যা যা প্রয়োজন:
১. গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ফটো আইডি,
২. গ্রাহকের সদ্যতোলা দুইকপি রঙিন ছবি
৩. নমিনির জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ ফটো আইডি ও গ্রাহক কর্তৃক সত্যায়িত এককপি রঙিন ছবি
৪. ইউটিলিটি বিলের কপি
৫. ট্যাক্স রিটার্ন সনদ (প্রযোজ্য হলে)
৬. বৈধ ভিসা/ওয়ার্ক পারমিট/আবাসী দেশের নাগরিক সনদপত্র।
UCB এর যেকোনো শাখায় উপস্থিত থেকে গ্রাহক এনআরবি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা Ucklick অ্যাপের মাধ্যমে যেকোন প্রবাসী বাংলাদেশী কোনো ঝামেলা ছাড়াই বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে তাদের একাউন্টে অর্থ সঞ্চয় করতে পারবেন।
প্রবাসী বাংলাদেশীরা তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সাধনের লক্ষ্যে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে ব্যাংকের সাথে বিভিন্ন অ্যাকাউন্ট এবং সঞ্চয় স্কিম খুলতে পারেন।
বন্ড এবং সঞ্চয়পত্র:
যেকোন প্রবাসী বাংলাদেশী ব্যাংক থেকে "ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড (ডব্লিউইডিবি)", "ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড", "ইউএস ডলার প্রিমিয়াম বন্ড" এবং "সঞ্চয়পত্র" খুলতে পারেন।