স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যাংকিং সেবা ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং সঞ্চয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের আর্থিক সেবাভুক্তি বৃদ্ধি করা স্কুল ব্যাংকিং এর উদ্দেশ্য। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ গুরুত্বের সাথে স্কুল ব্যাংকিং প্রচলন করার জন্য সকল তফসিলী ব্যাংকসমূহকে পরামর্শ প্রদান করেছে।
যাদের জন্য এই ব্যাংক হিসাব:
শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সী কোন শিক্ষার্থী মাত্র ১০০ টাকা জমা দিয়ে অভিভাবক/আইনানুগ অভিভাবক এর সহায়তায় স্কুল ব্যাংক হিসাব খুলতে পারবে।
স্কুল ব্যাংকিং হিসাব খুলতে যেসকল ডকুমেন্টের প্রয়োজন:
১. জন্মনিবন্ধন পত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত সার্টিফিকেট বা পরিচয়পত্র।
২. গ্রাহকের সদ্যতোলা দুইকপি রঙিন ছবি।
৩. আইনানুগ অভিভাবকের ব্যক্তিগত তথ্য, স্বাক্ষর ও দুইকপি রঙিন ছবি।
৪. নমিনির ফটো আইডির ফটোকপি ও গ্রাহক কর্তৃক সত্যায়িত এককপি রঙিন ছবি।
উল্লিখিত কাগজপত্র জমাদানের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নিজ নামে ব্যাংক হিসাব খুলে ব্যাংকের গ্রাহক হতে পারবেন।
স্কুল ব্যাংকিং হিসাবে যে সকল সুবিধা পাওয়া যাবে:
১. গ্রাহকের বয়স ১২ বছরের বেশি হলে ডেবিট কার্ড গ্রহন করতে পারবে,
২. ২০ পাতার চেক বই (গ্রাহকের অনুরোধে),
৩. হিসাবের ন্যূনতম ব্যালেন্স প্রযোজ্য নয়,
৪. ফ্রি ডেবিট কার্ড, চেক বই, এসএমএস ব্যাংকিং, ই-স্টেটমেন্ট,
৫. শাখা, এটিএম/সিআরএম/পজ ব্যবহার করে লেনদেনের সুযোগ,
৬. এছাড়াও ১৮ বছর এর পর কোন শিক্ষার্থী তার স্কুল ব্যাংকিং হিসাবটি নাম্বার পরিবর্তন না করে চাহিদামত বৈশিষ্ট্য সম্পন্ন হিসাবে পরিবর্তন করতে পারবে।
স্কুলের শিক্ষার্থীদেরকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে ইউসিবিতে রয়েছে Youngstar Savings Deposit। ইউসিবির যেকোন শাখা ও উপ-শাখা থেকে এই হিসাব খোলা যাবে।